GuidePedia

0
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক 'save' নামক বুকমার্কিং ফিচার চালু করেছে  । এর ফলে এখন থেকে ফেসবুক ব্যবহারকারীরা তাদের নিউজ ফিডের কিছু জিনিস বুকমার্ক বা সেভ করে রাখতে পারবে । পরবর্তীতে নিজের প্রয়োজন মতো দেখে নিতে পারবে ।
ফেসবুকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ড্যানিয়েল গিয়ামব্যালো বলেছেন , '' প্রায় প্রতিদিন আমাদের ব্যবহারকারীরা ফেসবুকে নতুন ধরনের পরিবর্তন আবিষ্কার করছেন । আমাদের অনেক ব্যবহারকারী অনেক ব্যস্ত সময় অতিবাহিত করে , ফলে তাদের অনেক কন্টেন্ট বা লিংক দেখা সম্ভব হয়ে উঠে না । আবার এসব প্রয়োজনীয় লিংক বুকমার্ক করে রাখার প্রয়োজন হয় । তাই ফেসবুক প্রথমবারের মত বুকমার্কিং সেবা চালু করল । এখন থেকে তারা তাদের প্রয়োজনীয় লিংক বা কন্টেন্ট সেভ করে রাখতে পারবে । পরবর্তীতে সময় মত দেখে নিতে পারবে । ''
সেভকৃত জিনিসগুলো শুধু ব্যবহারকারী দেখতে পারবে । তবে ব্যবহারকারী চাইলে জিনিস বা লিংক গুলো তাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারবে । সেভ ফিচারটি সুন্দরভাবে সাজানো হয়েছে যার ফলে ব্যবহারকারী বিভিন্ন গানের লিংক , স্থান , বই , মুভি ইত্যাদি লিংক আলাদা আলাদা ভাবে সংরক্ষণ করতে পারবে ।
উক্ত ফিচারটি ওয়েব ভার্সন ছাড়াও iOS এবং Android মোবাইলে ব্যবহার করা যাবে । প্রথম সেভের পর ফেসবুকের বাম পাশে save নামে একটা অপশন আসবে । সেভকৃত জিনিস প্রয়োজনে মুছে ফেলা যাবে ।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top